পিটিআইএর পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠানটির পশ্চিম উত্তর পার্শ্বে লক্ষ্মীপুর সরকারি কলেজ, পূর্ব পার্শ্বে বেসরকারি বিপিএড কলেজ এবং পূর্ব উত্তর কোনে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় অবস্থিত। প্রাকৃতিক মনোরম পরিবেশে পিটিআই তার স্বাভাবিক কার্যকম চালিয়ে যাচ্ছে। এখান থেকে সরকারি, বেসরকারি রেজিস্টাড, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এক বছর মেয়াদি সি-ইন-এড. প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণ পেশাগত কাজে দক্ষ হয়ে শ্রেণিকক্ষে যথাযথ ভাবে পদ্ধতি মাফিক শিশু কেন্দ্রিক পাঠ প্রদান করবেন বলে প্রত্যাশা রাখা হয়। মৌলিক শিক্ষার ভিত গঠনে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকগণ আগামী দিনের নাগরিককে দেশপ্রেমিক, বিজ্ঞানমনস্ক, সত্যনিষ্ঠ, সুনাগরিক হিসেবে গড়ে তোলার কেন্দ্র হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস