Wellcome to National Portal

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট (পিটিআই), লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম !!  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

     এক নজরে-পিটিআই, লক্ষ্মীপুর।

 

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউট (পিটিআই), লক্ষ্মীপুর।

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট(পিটিআই), লক্ষ্মীপুর জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করাই এ প্রতিষ্ঠানের মূল দায়িত্ব। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআই একটি অপরিহার্য প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে প্রাথমিক শিক্ষকদের জন্য দেড় বছর মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কার্যক্রম চলমান ছিলো। ডিপিএড প্রশিক্ষণের পূর্বে পিটিআই তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১ বছর মেয়াদী সার্টিফিকেট ইন এডুকেশন (সি.ইন.এড) কোর্স চালু ছিলো। পূর্বের ডিপিএড কোর্সটি সি.ইন.এড কোর্সটিরই পরিমার্জিত রূপ যেখানে শিক্ষকদের সমসাময়িক চাহিদাকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মানমস্পন্ন শিক্ষাক্রম প্রস্তুত করা হয়েছিলো। এ কোর্সটি পরিচালনায় পিটিআই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং একই সাথে প্রশাসনিক ও একাডেমিক কার্য সম্পাদনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রবর্তিত ডিপিএড (ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন) কোর্স এ যাবতকালে মানসম্মত শিক্ষক বিনির্মাণে ভূমিকা রাখলেও তা ছিল অপ্রতুল। তাই ডিপিএড ইফেক্টিভনেস স্টাডির মাধ্যমে ডিপিএড কোর্সের সীমাবদ্ধতা নিরূপণ করে তা পরিমার্জনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণের যেকোনো কোর্স পরিচালনার মূল লক্ষ্য হলো প্রাথমিক শিক্ষাক্রম ও সংশ্লিষ্ট শিখন সামগ্রীর সফল বাস্তবায়ন। ইতোমধ্যে শিক্ষাক্রমে যেমন ব্যাপক রূপান্তর ঘটেছে তেমনি শিক্ষার্থীদের জন্য প্রণীত পাঠ্যপুস্তকও পরিমার্জন করা হয়েছে। তাই সময়ের প্রয়োজনে প্রশিক্ষণ ব্যবস্থায় সংস্কার ও যুগোপযোগী করার প্রয়োজনীয়তা সামনে এসে দাঁড়িয়েছে।

বর্তমানে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থার আলোকে শিক্ষার্থীকে আধুনিক, যুগোপযোগী ও বিশ্বমানের বা বৈশ্বিক নাগরিক বা শিক্ষার্থী করে গড়ে তুলতে ডিপিএড প্রশিক্ষণ কোর্সটি পরিমার্জন করা হয়েছে। এর নামকরন করা হয়েছে পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT)। ‘BTPT’ অর্থ Basic Training for Primary Teachers, ‘যা বাংলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ’। পরিমার্জিত ডিপিএড কোর্সটি ১ জুলাই, ২০২৩ খ্রিঃ দেশের সরকারি ৬৭টি পিটিআই এর মধ্যে ১৫টি পিটিআই এ পাইলটিং হিসেবে চালু করা হয়। পরবর্তীতে ১ জানুয়ারি, ২০২৪খ্রিঃ সকল পিটিআই এ কোর্সটি চালু হয়ে বর্তমানে চলমান আছে। 

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকগণের পেশাগত জ্ঞান ও প্রায়োগিক দক্ষতার মধ্যে কার্যকর নেতৃত্বের বিকাশ এবং শিক্ষকতা পেশায় সফলতা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষকদের জন্য এ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাগতজ্ঞান ও উপলব্ধি, পেশাগত অনুশীলন ও মূল্যবোধের বিকাশ সাধনের মাধ্যমে দক্ষ, সৃজনশীল, সহযোগিতামূলক মনোভাবাপন্ন, অভিযোজনক্ষম এবং প্রতিফলনমূলক অনুশীলন ও জীবনব্যাপী শিখনে আগ্রহী শিক্ষক তৈরি হবেন বলে আশা করা যায়।

বিটিপিটি (BTPT) প্রশিক্ষণ ছাড়াও এ প্রতিষ্ঠান অন্যান্য প্রশিক্ষণ, ICT বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা, মত বিনিময় সভা পরিচালনা করে থাকে। 

পিটিআই এর অধীন ইউআরসি/টিআরসি (URC/TRC):

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউট (পিটিআই), লক্ষ্মীপুর এর অধীন ৫টি উপজেলা/ থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি) রয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত মাঠপর্যায়ের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক ও অন্যান্য চাকুরিকালীন প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। মূলত যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দৈনন্দিন শিখন-শেখানো কার্যক্রমের গুণগত মানোন্নয়নই ইউআরসি প্রতিষ্ঠার মূল লক্ষ্য। প্রত্যেক ইউআরসির দায়িত্বে রয়েছেন একজন ইউআরসি ইন্সট্রাক্টর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট(পিটিআই) ইউআরসির স্থানীয় নিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। পিটিআই এর তত্ত্বাবধানে ইউআরসিতে বিভিন্ন ToT প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। পিটিআই সুপারিনটেনডেন্ট ইউআরসি পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দান করেন। এছাড়াও পিটিআই এ প্রতিষ্ঠানের দাপ্তরিক বিভিন্ন ফাইল, প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ সহ ইউআরসির স্বাভাবিক কার্যক্রম তদারকী করে এবং প্রয়োজনীয় ফলাবর্তন প্রদান করে থাকে।

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় (Experimental School):

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউট (পিটিআই), লক্ষ্মীপুর এর অভ্যন্তরে রয়েছে একটি পরীক্ষণ বিদ্যালয় (Experimental School)। আধুনিক ও সমসাময়িক শিখন-শেখানো পদ্ধতি ও কৌশলের ব্যবহার পরীক্ষণ বিদ্যালয়টিতে অন্যান্য সাধারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভিন্নতা দান করেছে। এই বিদ্যালয়ের জন্য রয়েছে ০৫জন শিক্ষক। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নবতর ধ্যান-ধারণা ও পদ্ধতিসমূহ পরীক্ষণ বিদ্যালয়ে বাস্তবভিত্তিক প্রয়োগ করা হয়ে থাকে। মূলত এ বিদ্যালয়টি সমসাময়িক শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল চর্চার একটি চারণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। লক্ষ্মীপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়টি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতি বছর এ বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ট্যালেন্টপুল সহ সাধারণ বৃত্তি পেয়ে এ প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে। প্রশিক্ষণের নানাবিধ শিখন-শেখানো কৌশল চর্চার মাধ্যমে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী উভয়েরই মান উন্নয়নের সুযোগ রয়েছে।

 

 

Map: প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনষ্টিটিউট (পিটিআই), লক্ষ্মীপুর।